প্রযোজক প্রিতি অভিনয়ে হৃত্বিক
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2021 11:53 AM BdST Updated: 06 Jan 2021 11:53 AM BdST
প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন হৃত্বিক রোশান এবং প্রিতি জিনতা।
‘কোই... মিল গায়া’ ছবির পর থেকে বন্ধুত্বের বন্ধনে একদমই ঢিল পড়েনি বলিউড অভিনেত্রী প্রিতি জিনতা ও অভিনেতা হৃত্বিক রোশানের মধ্যে। আর সেই বন্ধন আরও অটুট হচ্ছে দুজনের একসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখার মাধ্যমে।
এক সূত্রের বরাত দিয়ে হলিউড-হাঙ্গামা ডটকম জানায়, লকডাউনের কারণে স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে আটকে পড়া প্রিতি জিনতা প্রথমবারের মতো ওয়েব সিরিজের প্রযোজক হিসেবে আবির্ভূত হচ্ছেন। আর সেটাতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশান।

ডিজনি প্লাস হটস্টার’য়ের জন্য নির্মিতব্য এই ওয়েব সিরিজে হৃত্বিককে নেওয়ার ব্যাপারে প্রিতি জানিয়েছেন, গল্পের কেন্দ্রিয় চরিত্রের জন্য যত রকম স্তর থাকা প্রয়োজন তা নাকি সবই রয়েছে হৃত্বিকের মধ্যে। আর কৃষ খ্যাত অভিনেতা এক্ষেত্রে সরাসরি-ই সম্মতি দিয়েছেন।
সম্প্রতি হৃত্বিক তার ইন্সটাগ্রামে ‘নিউ লুক’য়ের একটা ছবি পোস্ট করে সাড়া ফেলে দেন। ছোট করে চুল কাটা সেই ছবির ক্যাপশানে তিনি লিখেছেন, ‘ব্যাক অন সেট’। তবে সেটা কোনো ছবি না-কি ওয়েব সিরিজের সেট, তা উল্লেখ করেননি।
২০১৯ সালে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবির পর হৃত্বিকের আর কোনো ছবি মুক্তি পায়নি।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল