হিমুর গানে বন্ধুরা
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2021 11:19 AM BdST Updated: 05 Jan 2021 12:02 PM BdST
বন্ধুরা মিলে যখন কোনো কাজ করে ফেলে - তখন সেটি কাজ না হয়ে হয় নতুন এক আনন্দ।
তেমনটাই হয়েছে হিমুর গানে। খন্দকার দায়েম উস সালাম হিমেল তথা হিমুর নতুন গানের মিউজিক ভিডিও যেমন তৈরি করে দিয়েছেন ‘মিশন এক্সট্রিম’ ছবির পরিচালক ফয়সাল আহমেদ, গানের কথা লিখেছেন নাজমুল ফেরদৌস সৈকত, সংগীতায়োজন করেছেন সম্প্রতি ‘বাবু খাইছো’ দিয়ে আলোচনার তুঙ্গে থাকা মীর মাসুম।
এর বাইরে এদের সবার আরেকটি পরিচয় আছে। তাহল এরা সবাই বন্ধু। অনেক বছর ধরে- অনেক বোঝাপড়ার বন্ধুত্ব থেকেই নতুন মিউজিক ভিডিও পেল হিমু- ‘তোমাকেই বলতে চাই”!
গানটিকে অন্তর্জালে অবমুক্ত করা হয়েছে ২০২০ সালের ২৫ ডিসেম্বর।
হিমু বলেন, “বন্ধুরা মিলেই কাজটি কীভাবে যেন হয়ে গেল।”
এতে আবার মডেল হিসেবে আছেন নিজেরই মেয়ে পারিসা।
খন্দকার দায়েম উস সালাম হিমেলের গানের জীবন প্রায় বিশ বছরের। পপ, মেলো রক, সেমি ফোক, ঘরানার গান করেন।
শুরুটা বাদ্যযন্ত্র দিয়ে শুরু হলেও পরে গানের দিকে ঝুঁকে পরেন। কভার গানের পাশাপাশি মৌলিক গানও করছেন বটে। কিন্তু ভিডিও হলো মাত্র দুইটির।
হিমুর কথায়, “ভবিষ্যতে আরও ভিডিও করার ইচ্ছা আছে। বন্ধুদের নিয়েই ইচ্ছে আছে ভবিষ্যতে আরও কিছু কাজ করার।”
‘হিমুর গান’ নামে তৈরি করা ইউটিউব এবং ফেইসবুক পেইজে তিনি নিজের গান তুলে রাখেন।
এত বছরের পর মাত্র দুটি গানের ভিডিও কেন- এ প্রশ্নে হিমুর উত্তর, “এখন আমি আরও মনোযোগী গানের প্রতি।”
অতএব ‘হিমুর গান’য়ে গানের হিমুকে পাওয়া যাবে আরও বেশি করে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল