সৈয়দ মহিদুল ইসলাম পদক পাচ্ছেন লাকী ইনাম

নাট্যব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলাম পদক পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2020, 01:38 PM
Updated : 13 Dec 2020, 01:38 PM

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা মহিদুল ইসলামের ১৮ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ২৫ ডিসেম্বর লাকী ইনামের হাতে পদক তুলে দেওয়া হবে বলে জানিয়েছে নাট্যদলটি।

ব্যতিক্রম নাট্যগোষ্ঠী জানিয়েছে, নানা আয়োজনের মধ্যে এ বছর থাকছে স্মরণ আলোচনা, সংগীত, নাটক ও সম্মাননা প্রদান।

অন্যান্য পদকের মধ্যে মঞ্চবন্ধু পদক পাচ্ছেন বাবুল বিশ্বাস, নাদেজদা ফারজানা,  সৈয়দ শুভ্র। যুগল সম্মাননা পাচ্ছেন সাজু খাদেম ও প্রৈতি হক, কাজী শিলা ও কাজী চপল, রানু আরা ও শাহীন আহম্মেদ।

এছাড়া মঞ্চস্থ হবে নওশীন ইসলাম দিশা নির্দেশিত ও রমাপ্রসাদ বণিক রচিত নাটক ‘সহবাস’। সহবাস ব্যতিক্রমের ৪৩ তম প্রযোজনা।