তৌকীরের সপ্তম চলচ্চিত্রে পরীমনি-রওনক-শ্যামল

সপ্তম চলচ্চিত্রের শুটিং শুরুর আগে কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিচালক তৌকীর আহমেদ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2020, 08:59 AM
Updated : 11 Dec 2020, 07:43 AM

মুক্তিযুদ্ধ নিয়ে চিত্রনাট্যের এই সিনেমাটির নাম, ‘স্ফুলিঙ্গ’।

১১ তারিখ থেকে শুরু হচ্ছে এর শুটিং। তাই এরআগেই রাজধানীর একটি সমাবেশকেন্দ্রে আয়োজিত হয় ছোট একটি মিলনমেলার, যেখানে উপস্থিত ছিলেন ছবিটির কলাকুশলীরা। উদ্দেশ্য ছিল সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার।

পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন ফজলুর রহমান বাবু, পরীমনি, রওনক হাসান, শ্যামল মাওলাসহ অনেকেই।

পরিচালক জানান, এ সিনেমায় আরও অভিনয় করছেন  আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। চারটি কেন্দ্রীয় চরিত্রে রওনক হাসান, পরীমনি ও শ্যামল মাওলার সঙ্গে আরও থাকবেন জাকিয়া বারী মম।

একটি ওয়েব সিরিজের শুটিংয়ে থাকায় মম পরিচিতি পর্বে উপস্থিত থাকতে পারেননি।

’স্ফুলিঙ্গ’ সিনেমাটি তরুণদের ব্যান্ড সংগীত চর্চাকে কেন্দ্র করে এগিয়ে যাবে।

তাই গানের আধিক্য থাকবে তা বলাই বাহুল্য। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।

১১ ডিসেম্বর থেকে গাজীপুরে  নক্ষত্রবাড়িতে শুটিং শুরু করছেন পরিচালক।

কবে নাগাদ সিনেমাটি পর্দায় দেখা যাবে- সেই প্রসঙ্গে তৌকীর বলেন, ‘সবকিছু ঠিকভাবে এগুলে আসছে স্বাধীনতার মাস মার্চে মুক্তি দিতে চাই।’

এই পরিচালক তার ছবির গল্প প্রসঙ্গে জানান, মুক্তিযুদ্ধ এবং তারুণ্যে সৃজনশীলতার সম্পর্ক নিয়ে সিনেমাটি এগিয়ে যাবে। ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে সম্পর্কের, সৃষ্টির ও বিপ্লবের নানা রূপ ফুটে উঠবে এতে। পাশাপাশি দায়িত্ববোধের স্পৃহাও তুলে ধরা হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ছবিটি নির্মিত হচ্ছে বলে জানান পরিচালক।

‘স্ফুলিঙ্গ’ প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’।