করোনাভাইরাসে সংগীতার সেলিম খানের মৃত্যু

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2020, 04:55 AM
Updated : 10 Dec 2020, 05:41 AM

রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টায় তার মৃত্যু হয় বলে সংগীতার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পর অবস্থার অবনতি হলে বুধবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

সেলিম খানকে জুরাইনে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানান রবিন।

নব্বইয়ের দশকের অডিও ক্যাসেটের বাজারের পরিচিতি নাম সংগীতা। ফিতায় বাঁধা গানের যুগ ফুরালে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হলেও এখনও সংগীতের সঙ্গেই আছে সংগীতা।