দেশীয় প্লাটফর্মে তুর্কি ওয়েব সিরিজ

দেশের ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিন্জ-এ প্রকাশ করা হয়েছে বাংলায় ডাবিং করা টার্কিশ ওয়েব সিরিজ ‘লেটস ব্রেক আপ’।

গ্লিটজ প্রতি‌বেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 10:13 AM
Updated : 5 Dec 2020, 10:13 AM

রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তুরস্কের পরিচালক ইউসুফ ওমর সিনাভ। প্রযোজনা করেছেন ওসমান সিনাভ।

সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি সিরিজটির স্ক্রিপ্ট লিখেছেন অ্যাইসে ফারদা এরিলমাজ ও নেহির এরদেম।

অভিনয় করেছেন নিলায় দুরু, আরাস আইদিন, গুরজেন ওজসহ আরো অনেকে। প্রথম সিজনে সিরিজিটির মোট ১৪ টি পর্ব রয়েছে এবং প্রতিটি পর্বের দৈর্ঘ্য ৪৫ মিনিট।

বিন্জ-এর মালিকানা প্রতিষ্ঠান রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী বলেন, “সারাবিশ্বের মতো বাংলাদেশেও গত কয়েক বছর ধরে তুরস্কের সিরিয়াল অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের এই চাহিদার বিষয়টি বিবেচনা করে ওয়েবে তাদেরকে ভিন্ন অভিজ্ঞতা দিতেই আমরা ‘লেটস ব্রেক আপ’ সিরিজটি বিনজ্’এ নিয়ে এসেছি।

বিন্জ-এর তত্ত্বাবধানে সিরিজটির ডাবিং বাংলাদেশেই সম্পন্ন হয়েছে, যা ইতিমধ্যে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে বলে জানান আরমান আহমেদ সিদ্দিকী।