শিশুদের নিয়ে এবার অভিনেতা ফারুক-টুটুলের কুইজ লড়াই

সততা, বিনয় ও দেশপ্রেম- এই তিন মন্ত্রে উজ্জীবিত এবং পরিচালিত ‘সহজপাঠ স্কুল’ পুঁথিগত বিদ্যার বাইরে শিশুদের জন্য আত্মউন্নয়নমূলক, সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক নানা কার্যক্রমও পাঠ্যক্রমে যুক্ত করেছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2020, 03:11 PM
Updated : 25 Sept 2020, 03:11 PM

তারই ধারাবাহিকতায় সহজপাঠ স্কুল এবার আয়োজন করতে যাচ্ছে অনলাইনভিত্তিক ভিন্নধারার কুইজ প্রতিযোগিতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ‘দখিনা কিচেন’ এর পৃষ্ঠপোষকতায় ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টায় শুরু হতে যাচ্ছে ‘সহজপাঠ স্কুল কুইজ কনটেস্ট সিজন-১’।

এই কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করবেন অভিনেতা ও নাট্যকার ফারুক আহমেদ।

অভিনেতা টুটুল চৌধুরীর পরিকল্পনা ও উপস্থাপনায় দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে এই কুইজ প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় অংশ নিতে এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে-  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe5N1hHFTwxpJWkTxaS5BJJ_H40ZKRY9L02J75tjLLiVgVktA/viewform?usp=pp_url

অথবা ০১৭১৩৭১৫৮৯৬ নম্বরে যোগাযোগ করতে হবে।

নিবন্ধন সম্পন্নকারীদের মধ্য থেকে মোট ৩২ জন সেরা প্রতিযোগীকে নিয়ে শুরু হবে আয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রণকারীদের নিজ নিজ স্কুলের বার্ষিক পরীক্ষার সিলেবাসের ওপর জোর দিতে হবে।

বিজয়ীদের সনদ, পুরস্কার, সহজপাঠ স্কুল স্মারক এবং শিক্ষাবৃত্তি দেওয়া হবে বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুরো প্রতিযোগিতার সিজনটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি সালমা ডলি।