ক্যান্সারের কাছে পরাজিত ‘‌ব্ল্যাক প্যান্থার’‌  চ্যাডউইক বোসম্যান

মাত্র ৪৩ বছর বয়সে কোলোন ক্যান্সারের কাছে হার মেনে মৃত্যুকে বরণ করে নিলেন চ্যাডউইক বোসম্যান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 06:49 AM
Updated : 29 August 2020, 06:49 AM

মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার” সিনেমাতে অভিনয় করে চ্যাড উইক নিজেকে সুপার হিরো হিসেবে প্রতিষ্ঠা করেন।

কিন্তু ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে জয় পেলেন না এই পর্দার সুপার হিরো।

২০১৬ সালে তার কোলোন ক্যান্সারের তৃতীয় স্টেজ পর্যায়ের ক্যান্সার ধরা পরে। যা পরবর্তীকালে চতুর্থ স্টেজে পৌঁছে যায়।

৪ বছর ধরে কোলোন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তার মুখপাত্র নিকি ফিওরাভান্তে সংবাদসংস্থা এপি’কে জানায়, শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শেষ মুহূর্তে তার পাশে ছিলেন তাঁর স্ত্রী টেলর সিমন লেডওয়ার্ড ও পরিবারের সকলেই। 

২০১৬ সালে ক্যান্সার ধরা পরলেও কারও সঙ্গে এই বিষয়ে চ্যাডউহক আলাপ করেননি কখনো।

কৃষ্ণাঙ্গদের সুপারহিরো বলে ব্ল্যাক প্যান্থারের চরিত্রে অভিনয় করার আগে চ্যাডউইক  রীতিমতো প্রার্থনা করতেন। এর আগে তিনি জ্যাকি রবিনসন, জেমস ব্রাউনের মতো কৃষ্ণাঙ্গ চরিত্র অভিনয় করেছেন। 

২০১৩-তে বেসবল তারকা ‘জ্যাকি রবিনসন’ ছবির মধ্য দিয়ে চ্যাডউইক রূপালি পর্দায় নিজেতে প্রতিষ্ঠা করেন। মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার’ ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পেয়েছিল।

কমিকস থেকে তৈরি এটিই প্রথম ছবি যেটি অস্কারের মনোনয়ন পায়।

তার মৃত্যুকে শোক প্রকাশ করেছে হলিউডবাসীরা।