কবীর সুমনের কথা-সুরে গাইলেন আসিফ 

বরেণ্য গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবীর সুমনের কথা ও সুরে গান গাইলেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ আকবর।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2020, 12:20 PM
Updated : 14 July 2020, 12:20 PM

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে সোমবার ‘এখনও সেই আসিফ আমি’ শিরোনামে এ গানের রেকর্ডিং করেছেন আসিফ।

কবীর সুমনের কথা ও সুরে এটিই আসিফের প্রথম গান; এ গানের সংগীতায়োজন করেছেন উজ্জল সিনহা।

গানটি শুনে আসিফের গায়কির প্রশংসা করেছেন কবীর সুমন।

সোমবারই এক ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, “বাংলাদেশের গায়ক আসিফ আকবর আজ প্রথম ওনার জন্য তৈরি আমার গান রেকর্ড করলেন। রাফ ভয়েস মিক্স শুনলাম। খুব ভাল লাগল। সাবাশ আসিফ!”

কবীর সুমনের একনিষ্ঠ ভক্ত আসিফ; তার কথা-সুরে গাইতে পারাটা তার জন্য আনন্দের বলে জানান তিনি। এটি ছাড়াও সামনে আরও গানের পরিকল্পনা আছে তাদের।

আসিফ বলেন, “আরও আগে হিট গানের পিছনে দৌড়ানো ছেড়ে দিয়েছি। ‘চমক’, ‘ধামাকা’, ‘সুপার বাম্পার’ শব্দগুলো বাক্সবন্দি করেছি। ইউটিউব ‘ভিউমন্ডলে’ পরিভ্রমণের কোনো ইচ্ছে আমার কখনোই ছিলে না। …চেষ্টায় আছি ভালো কথা-সুরের কিছু গান নিজের অ্যাকাউন্টে জমা করতে।”

এটি ছাড়াও প্রথমবারের মতো রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিলেন আসিফ। ‘আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা’ গানটির রেকর্ডেং সম্পন্ন হয়েছে। সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।

পাশাপাশি আহমেদ রিজভীর কথায় ও আহমেদ হুমায়ূনের সুর ও সংগীতে ‘মিথ্যাবাদী’ শিরোনামে নুতন আরেকটি গানের রেকর্ডিং করেছেন আসিফ।