‘কুড়ি মিনিটে তৈরি হল দুটি গান’

বাংলা গানের কিংবদন্তী শিল্পী-সুরকার-গীতিকারদের স্নেহে বড় হয়েছেন পশ্চিমবাংলার খ্যাতনামা সংগীত শিল্পী সৈকত মিত্র। যার আরেকটি পরিচয়, বাংলা গানের প্রবাদপ্রতিম শিল্পী শ্যামল মিত্রের ছেলে তিনি।

সাজিদুল হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2020, 01:59 PM
Updated : 3 May 2020, 01:59 PM

সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এক আড্ডায় বলেছেন তার বেড়ে ওঠার গল্প। ২০ মিনিটে কিভাবে দুটি জনপ্রিয় গান তৈরি হল- সেই গল্পও।

উত্তম-সুচিত্রার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাড়ে চুয়াত্তরের’ গানের দৃশ্যে কেন বাবা শ্যামল মিত্রসহ বাংলা গানের কয়েকজন শিল্পী ক্যামেরার সামনে আসলেন, সেই গল্পও করেছেন সৈকত। 

চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে জড়িত সৈকত এই আড্ডায় তুলে ধরেছেন তার উত্তম কাকুকে অর্থাৎ মহানায়ক উত্তম কুমারকে স্টুডিওতে দেখার অভিজ্ঞতা।

সৈকত মিত্র কাজ করেছেন সংগীতের আরেক মহীরুহ সলিল চৌধুরীর সঙ্গে। কেমন ছিলো সেই অভিজ্ঞতা?

সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আড্ডায় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে প্লেনে গান শুনিয়েছিলেন।