চলে গেলেন অভিনয়শিল্পী ফেরদৌসী আহমেদ লিনা

চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনয়শিল্পী ফেরদৌসী আহমেদ লিনা মারা গেছেন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2020, 04:01 AM
Updated : 19 April 2020, 04:35 AM

শনিবার রাত ১২টায় নিজের বাসায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী তানভিন সুইটি ও রওনক হাসান। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তানভীন সুইটি বলেন, “তার দুটো কিডনি ড্যামেজ ছিল অনেক দিন ধরে। কয়েক মাস আগে বিটিভির একটা নাটকে তার সঙ্গে কাজ করেছিলাম। অনেক ভালো মনের মানুষ ছিলেন।”

ফেরদৌসী আহমেদ লিনার মৃত্যুতে অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড শোক জানিয়েছে।

রোববার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকদের মাঝে পরিচিতি পান লিনা। পরে ‘কালো কোকিলা’ নাটকের মধ্যে দিয়ে টিভি নাটকে তার যাত্রা শুরু হয়। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’।

‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেকের পর বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেন লিনা।