কোভিড-১৯: ভিডিওবার্তায় লড়াকুদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশের শিল্পীরা

করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর শিকার সারা বিশ্ব। বিশ্বজুরে সবাই যখন ঘরে নিজেকে স্বেচ্ছায় বন্দী করছেন নিজের বা অপরের জন্য তখন একদল কর্মী ঠিকই মাঠে আছেন গোটা বিশ্বকে বাঁচানোর যুদ্ধে।

রুম্পা সৈয়দা ফারজানা জামানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2020, 12:37 PM
Updated : 13 April 2020, 03:52 PM

এই দলে আছেন চিকিৎসক, সাংবাদিক, সেনাবাহিনী, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকারসহ জরুরিসেবা প্রদানকারী সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’য়ের গ্লিটজের আহ্বানে সাড়া দিয়ে এই সকল যোদ্ধাদের প্রতি সম্মান জানালেন বাংলাদেশের শিল্পীরা।

ভিডিওবার্তা দিয়ে সকলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নাদিয়া আহমেদ, মোস্তাফিজ শাহীন, ফারিহা শামস সেঁউতি, জয় শাহরিয়ার, ফারহিন খান জয়িতা এবং আশনা হাবিব ভাবনা।

তারকাদের ভিডিওবার্তা

 

নাদিয়া আহমেদ বলেন “সারাবিশ্ব থমকে গেছে, কিন্তু থেমে নেই আমাদের যোদ্ধারা। নিজের জীবন বাজী রাখছে তারা, যারা এখন ফ্রন্টলাইনে কাজ করছে।”

জয় শাহরিয়ার বলেন, “সবার জন্য আমাদের বাড়িতেই থাকতে হবে।”

মোস্তাফিজ শাহীন এবং ফারহিন খান জয়িতা- এই শিল্পী দম্পতি বলেন, “আর যারা বাইরে ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের জন্য আমরা বাড়িতে সুস্থ অবস্থায় থাকতে পারছি।”

সেঁউতি বলেন, “সেই দলে আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যমকর্মীসহ আরও অনেক নাম না জানা সৈনিক.”

ভাবনা যোগ করেন, “তাদের অবদান অস্বীকার করার উপায় নেই..।”

সকলেই তাদের ভিডিও বার্তায় সশ্রদ্ধ সালাম জানান এই যোদ্ধাদের জন্য, যারা শুধু জানেন পৃথিবীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকেও সকল যোদ্ধাদের সালাম, যারা লড়ছেন এই অঘোষিত বিশ্বযুদ্ধে।