করোনাভাইরাস: সামাজিক মাধ্যমে রেডিও জকিদের সচেতনতা

এবার এফএম স্টেশনের রেডিও জকিরা সামাজিক মাধ্যমে ভিডিও করে জানালেন সচেতনতার কথা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 07:32 AM
Updated : 27 March 2020, 04:13 PM

পুরো বিশ্বে এখন কনোরাভাইরাসের মহামারী। সবাইকে বলা হচ্ছে ঘরে থাকতে, সামাজিকভাবে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে। তাতে নিজে সংক্রমিত হওয়ার এবং অন্যকে সংক্রমিত করার ঝুঁকি কমবে।

আরজে অর্থ্যাৎ রেডিও জকিরাও নিজ উদ্যোগে জানাচ্ছেন সাধারণ নাগরিক হিসেবে কীভাবে এই প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়া যায়।

 

সারজিনা ইসলাম, সারাহ আলম, শারার সায়র, নুসরাত আখতার চৌধুরী, সুমাইয়া কবীর, আহমেদ হোসেন চৌধুরী, শাকের রেজা, সামির ওবায়েদ একসাথে বলেছেন এ সময়ে কী করা যেতে পারে।

নুসরাত বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করতে অনুরোধ করেছেন। বলেছেন, “প্রয়োজন ছাড়া বাইরে না গেলেই ভালো।”

বাসায় বসে বিরক্ত লাগলে নিজেদের যে কাজটা অনেকদিন করা হয়নি, সেটা করার পরামর্শ দিয়েছেন তিনি।

সারাহ আলম বলেন, “যে কোনো ক্রিয়েটিভ কাজ করে ফেলতে পারেন এই সুযোগে।” 

সবশেষে সবার দাবি একটাই, ঘরে থেকে নিজের এবং দেশের উপকার করা। কারণ করোনাভাইরাস সংক্রমিত হয় মানুষ থেকে মানুষে।

ভিডিওটি শেয়ার করেছেন সারজিনা ইসলাম। তারা নিজ নিজ বাসায় থেকে ভিডিওটি করে সম্পাদনার মাধ্যমে একত্রিত হয়েছেন শুধু নিজেদের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি জন্য।