গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ‘এম্পটি স্পেস’র নাটক

ভারতের কলকাতায় আয়োজিত দ্বাবিংশ গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ‘এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটক নিয়ে যাচ্ছে নতুন নাটকের দল ‘এম্পটি স্পেস’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 06:50 AM
Updated : 26 Feb 2020, 06:50 AM

সাইমন জাকারিয়া রচিত এ নাটকে একঝাঁক তরুন মঞ্চশিল্পীদের নিয়ে নাটকটি নির্দেশনা দিয়েছেন নূর জামান রাজা। নাটকের মঞ্চ সজ্জা, আলোক ও পোশাক পরিকল্পনা সহ আবহ সঙ্গীত পরিকল্পনাও করেছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতার তপন থিয়েটারে এ উৎসবের আয়োজন করছে নাট্যদল অনিক।

উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্যা ট্রাজেডি অব রোমিও এন্ড জুলিয়েট’ এর আখ্যান কে প্রশ্নবিদ্ধ করে লেখা হয়েছে ‘এ নিউ টেষ্টামেন্ট অব রোমিও এন্ড জুলিয়েট’ নাটকটি। নাটকটির কেন্দ্রীয় চরিত্র একজন কবি।

যিনি পূর্ণিমা রাতে কবর স্থানে এসে ফুলের গন্ধে মাতাল হন আর নিষ্ঠা প্রেমের গান করেন। তার এই গান শুনে সেই স্থানে এসে হাজির হয় রোমিও আর জুলিয়েট। এভাবেই চলতে থাকে নাটকের ঘটনা আর এই ঘটনা চক্রে এক পর্যায়ে উপস্থিত হয় ফাদার ফ্রায়ার এবং সব শেষে শেক্সপিয়র।

নাটকটিতে অভিনয় করছেন গোলাম শাহারিয়ার সিক্ত, স্বাধীন বিশ্বাস, নুর জামান রাজা, লোবা আহম্মেদ, ফকির বিপ্লব, সরদার বাপ্পি,  আরিফুল ইসলাম।