নাট্যশালায় প্রাচ্যনাটের ‘খোয়াবনামা’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের নাটক ‘খোয়াবনামা‘।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 07:29 AM
Updated : 25 Feb 2020, 07:29 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে। প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ‘খোয়াবনামা’ অবলম্বনে প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ।

গানের সুর করেছেন রাহুল আনন্দ, সংগীত করেছেন নীল কামরুল, কোরিওগ্রাফিতে আছেন স্নাতা শাহরিন, মঞ্চে এবি এস জেম, আলোক ভাবনায় ঠান্ডু রায়হান।