আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ঝুটুম পাখির কথা’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 01:57 PM
Updated : 17 Feb 2020, 01:57 PM

দুরন্ত টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত ৮টায় নাটকটি প্রচার করা হবে। এটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।

নাটকের গল্পে দেখা যাবে, ছোট্ট পিউ-এর পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। তবে তার একটাই দুঃখ। আর তা হলো, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। সমস্যা হল, এই টিয়াও কথা বলতে পারে না।

দোকানি বলেছে, তাকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে শুরু হয় পাখিকে কথা শেখাতে পিউ-এর প্রাণান্তকর প্রচেষ্টা। কিন্তু বিপদ হল- যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই টিট টিট করে। মানুষের মত করে কোনো কথা বলতে পারে না। তারপরেও পিউ চেষ্টা চালিয়ে যায়।     

পিউ ও টিয়া পাখির এই গল্পই উঠে এসেছে নাটকে।

নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।