গানের মঞ্চে এন্ড্রু কিশোর

ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী এন্ড্রু কিশোরকে দেখা গেল গানের মঞ্চে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 03:40 PM
Updated : 10 Feb 2020, 03:40 PM

রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে আয়োজিত একটি কনসার্টে মঞ্চে উঠেন বাংলা চলচ্চিত্রের এ জনপ্রিয় গায়ক।

চিকিৎসকদের অনুমতি নিয়ে প্রায় ছয়মাস পর কোনো গানের আয়োজনে দেখা গেল তাকে; রঙিন পাঞ্জাবি ও কালে রঙের হ্যাটে মঞ্চে আসেন তিনি। তার কণ্ঠে গান শুনে আবেগতাড়িত হয়ে উঠেন শ্রোতারা।

এ আয়োজনে গান পরিবেশন করেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে তার শরীরে ক্যানসার ধরা পড়ার পর সিঙ্গাপুরেই চিকিৎসাধীন আছেন তিনি।

কয়েক সপ্তাহ আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে এ সংগীতশিল্পী বলেছিলেন, সুস্থ হয়ে শিগগিরই গানের ভুবনে ফিরতে চান।

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করা এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।