পূজার গানে ‘দুর্গতি নাশিনী দেবী দুর্গা’

মা দুর্গার গুণকীর্তনে লেখা হয়েছে অনেক গান। তার মধ্যে অন্যতম কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদের লেখা ‘মা দুর্গা’ শিরোনামের গানটি। এতে সুর দিয়েছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির দুটি ভার্সন রয়েছে। একটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি। অপরটিতে মৌটুসী। এই গানে দুর্গার স্তুতির সঙ্গে প্রকাশ পেয়েছে সম্প্রীতির বার্তাও।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2019, 05:37 AM
Updated : 8 Oct 2019, 05:37 AM

গানটি মাহবুবুল খালিদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানটি ভিডিও আকারে ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ছাড়া হয়েছে। গানের কথা এমন- বহুরূপী জননী গো/ তোমার হাত দশ দশটা, মা দুর্গা/ দুর্গা দুর্গা মা দুর্গা/ দুর্গতি নাশিনী দেবী দুর্গা।

গানটির রচয়িতা মাহবুবুল খালিদের রয়েছে সংস্কৃতির প্রতি আপ্রাণ ভালোবাসা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার জন্য গান রচনা করেন। তার কাছে সংগীত কোনো জাতি বা ধর্মের নয়, সংগীত সবার জন্য।

এ ছাড়াও বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে গান লিখেছেন এ সংগীতপ্রেমী।