‘মিউজিক ফর পিস’ কনসার্টে তাপস- কৈলাশ-অদিতি

একসঙ্গে মঞ্চ মাতাবেন কৈলাশ খের, কৌশিক হোসেন তাপস ও অদিতি সিং শর্মা। বিশ্ব শান্তি দিবস উপলক্ষে গানবাংলা টেলিভিশনের আয়োজনে বিশেষ কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ সেপ্টেম্বর।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 12:54 PM
Updated : 18 Sept 2019, 12:57 PM

‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংগীতায়োজন করছে গানবাংলা। তারই ধারাবাহিকতায় বিশ্ব শান্তি দিবসে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিউজিক ফর পিস শীর্ষক’ এ কনসার্ট।

গানবাংলা সংগীতায়োজন ‘উইন্ড অব চেঞ্জ’-এ ইতিমধ্যে ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খের এবং অদিতি সিং শর্মা গান করেছেন।  । এবার ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে দাঁড়িয়ে লাইভ কনসার্টে গাইবেন এ দুজন। অন্যদিকে নিজ দল ‘তাপস এন্ড ফ্রেন্ডস’ নিয়ে মঞ্চে থাকবেন কৌশিক হোসেন তাপসও।

এছাড়াও এ আয়োজনে বাদ্যযন্ত্র হাতে পারফর্ম করবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাজিয়ে অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ।

কনসার্ট সম্বন্ধে কৌশিক হোসেন তাপস বলেন, “‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে বিশ্বময় গানে গানে শান্তির বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে গানবাংলা টিভির আন্তর্জাতিক সংগীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ ইতিমধ্যেই বিশ্বময় সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় সুরে সুরে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশ্ব শান্তি দিবসে এ বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে।”

গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নি জানান, আসন সংখ্যা সীমিত হওয়ায় কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। কেবলমাত্র আমন্ত্রিত বিশেষ অতিথিরাই এটি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ভারতীয় উপস্থাপিকা শিনা চৌহান।