মানুষের ‘না’ বলার অধিকারের গল্পে ‘মায়াবতী’

‘না মানে না’-ট্যাগ লাইনে নির্মাতা অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সাইমুম সাদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 08:52 AM
Updated : 10 Sept 2019, 08:53 AM

শুক্রবার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আগে সোমবার রাতে রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আড্ডায় মেতেছিলেন ছবির নির্মাতা, শিল্পীসহ কলাকুশলীরা।

ছবিটি নিয়ে তিশা বলেন, “প্রত্যেক মানুষের না বলার অধিকার আছে; সবারই এই বিষয়কে সম্মান জানানো উচিত। ‘মায়াবতী’ চলচ্চিত্রে এই বার্তাটাই তুলে এনেছেন পরিচালক।”

ছবি দেখতে প্রেক্ষাগৃহে আসার আমন্ত্রণ জানান ‘ডুব’ চলচ্চিত্র খ্যাত এই অভিনেত্রী।

তিশার বিপরীতে থাকছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা ফেলা ইয়াশ।

নিজের দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে তিনি বলেন, “আমি আমার সাধ্যমতো ভালো করার চেষ্টা করেছি। শুটিং করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”

অনুষ্ঠানে পরিচালক অরুণ চৌধুরী, অভিনেত্রী আফরোজা বানু, অভিনেতা নরেশ ভুঁইয়া, সংগীতশিল্পী আগুনসহ অনেকে ছিলেন।

ছবিটি নিয়ে নিজের আশাবাদের কথা শোনান পরিচালক অরুন চৌধুরীও।

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত ‘মায়াবতী’তে তিশা ও রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস।