এন্ড্রু কিশোরের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 04:02 PM
Updated : 8 Sept 2019, 04:02 PM

প্রধানমন্ত্রী রোববার গণভবনে এ শিল্পীর হাতে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এন্ড্রু কিশোর বলে, “দীর্ঘদিন ধরে আমি কিডনির জটিলতায় ভুগছি। চিকিৎসকরা দেশের বাইরে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। আমি শিগগিরই সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করব।”

১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করা এ সংগীতশিল্পী আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।