ব্রিটেনে এ বছরের সবচেয়ে বড় হিট ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড

সমালোচক যাই বলুক। আশাহত হোক বা না হোক। সিক্যুয়েল বা সিরিজের বাইরে এই সময়ের একমাত্র হিট ছবি ’ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। কোয়ান্টিন টারান্টিনোর জাদুতে আমেরিকার পাশাপাশি মোহিত হলো ব্রিটেনও। সেখানেও বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি এখন পর্যন্ত রাজত্ব করছে এই ছবি। 

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 09:05 AM
Updated : 4 Sept 2019, 09:05 AM

ইউকে বক্স অফিসের তালিকায় তিন সপ্তাহব্যাপী শীর্ষে আছে এই ছবি। এর সব থেকে কাছাকাছি যে ছবিটি আছে - সেটিও একটি সিক্যুয়েল ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’। ১৬.৩ মিলিয়ন পাউন্ড ব্যবসা করে ইউকে বক্স অফিসে টারান্টিনোর সবচেয়ে ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড।

এটি টারান্টিনোর নবম ছবি। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত অপরাধ ও থ্রিলারধর্মী ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। যার প্রথম পোস্টার প্রকাশ হয় এ বছরের মার্চ মাসে। সেখানে ষাটের দশকের পোশাকে দেখা গিয়েছিলো লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিটকে।

টিজারেই সাড়া পড়ে দুনিয়াজুড়ে। আর পুরো সিনেমাটি রাজত্ব করছে এখন একই ধারাবাহিকতায়।

ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড ছবিটির প্রযোজনা সংস্থা সনি পিকচার্স। এর মাধ্যমে টারান্টিনো ব্যবসায়িক সাফল্য পাওয়ার লক্ষ্যে পৌঁছে গেছেন বলে মত দিচ্ছেন সমালোচক এবং বক্স অফিস বিশেষজ্ঞরা।