শিল্পকলায় ‘আওরঙ্গজেব’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হতে যাচ্ছে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘আওরঙ্গজেব’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 12:53 PM
Updated : 17 July 2019, 12:53 PM

আগামী ২১ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চস্থ করবে প্রাঙ্গনেমোর নাট্যদল। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় এটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

নাটকটি প্রসঙ্গে নির্দেশক বলেন, যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যে কোনো অমানবিক অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম মোঘল সম্রাট ‘আওরঙ্গজেব’। প্রতিবাদী এ সম্রাটের জীবন ও কর্মের সূত্র ধরে প্রাঙ্গনেমোর থিয়েটার নিয়মিত মঞ্চায়ন করছে সাম্প্রদায়িকতাবিরোধী নাটকটি।”

নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা, রিগ্যান রত্ন, বিপ্লব, চৈতিসহ আরো ১৬ জন নাট্যকর্মী।

এছাড়া নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু ও পোষাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।