মহিলা সমিতি মঞ্চে অঞ্জনের ‘সেলসম্যানের সংসার’

স্থান পরিবর্তন করে মহিলা সমিতির মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে অঞ্জন দত্তের নাটকের মঞ্চায়ন।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 12:22 PM
Updated : 8 July 2019, 12:22 PM

কথা ছিলো- ৯ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমীর মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সংগীতশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের নাটক ‘সেলসম্যানের সংসার’ নাটকের মঞ্চায়ন। কিন্তু হল বরাদ্দের জটিলতায় শিল্পকলা একাডেমীতে নাটকটির মঞ্চায়ন স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘ছাপাখানার ভূত’।

তবে, একই তারিখে বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে নাটকটি।

এ প্রসঙ্গে ‘ছাপাখাতার ভূত’-এর পক্ষ থেকে আয়োজক সাজ্জাদ হুসাইন গ্লিটজকে বলেন, “শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষের আপত্তিতে সম্ভব হয়নি নাটকটি ওখানে মঞ্চস্থ করা। তবে, মহিলা সমিতি মঞ্চে নাটকটি মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

আর্থার মিলারের রচনা অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ নাটকটির রচনা, নাট্যরূপ, নির্দেশনা দিয়েছেন অঞ্জন দত্ত। এতে অভিনয়ও করেছেন তিনি।

সাজ্জাদ হুসাইন জানান, বিকাল ৫টা ও রাত ৮টায় দুটি প্রদর্শনী হবে নাটকটির। এতে অভিনয়ের জন্য সোমবার বিকেলের মধ্যে অঞ্জন দত্ত ঢাকায় এসে উপস্থিত হবেন।

নাটক ছাড়াও মঞ্চে অনুষ্ঠিত হবে অঞ্জন দত্তের নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এতে অঞ্জন দত্তের অভিনয় জীবন নিয়ে সাজ্জাদ হোসেনের লেখা ‘নাট্যঞ্জন’ বই প্রকাশ পাবে এ আয়োজনে। থাকবে গানের পরিবেশনাও।