মীর সাব্বিরের ‘বারো ভোল্টের বারেক’

নব্বই দশকের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হলো ভিন্নধর্মী গল্পের নাটক ‘বার ভোল্টের বারেক’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 12:05 PM
Updated : 8 July 2019, 12:05 PM

বিদ্যুৎ রায়ের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। নাটকের কাহিনি গড়ে উঠেছে ২০-২৫ বছর আগের একটি গ্রামের গল্পে যেখানে তখনো বিদ্যুতের আলো এসে পৌঁছায়নি।

গ্রামের চৌধুরী পরিবারের মেয়ে সুমীদের ঘরে শুক্রবারের বাংলা ছায়াছবি দেখার জন্য গ্রামের তরুন-তরুনীরা ভিড় জমায়। যে কারনে সুমী গর্ববোধ করে। এদিকে এলাকায় একমাত্র ব্যাচারী চার্জ দেবার দোকান আছে বারেকের। ফলে সুমীকে ব্যাটারি চার্জ দিতে বারেকের দোকানে যেতে হয়। কিন্তু ব্যাটারির প্লেট নষ্ট হয়ে যাওয়ায় চার্জ বেশিদিন থাকে না। সেটা সুমি মানতে নারাজ। তার ধারনা বারেকের দেওয়া প্রেমের প্রস্তাবে সে রাজি হয়নি বলে ইচ্ছা করে বারেক তার সাথে এমনটা করছে।

বিদ্যুতহীন গ্রামে টেলিভিশন দেখা নিয়ে গ্রামটিতে সুমী ও বারেকের দ্বন্দে জড়িয়ে পড়ে তার দোকানের কর্মচারী আব্বাস ও সুমীর বান্ধবী লতা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা কাজী সাইফ আহমেদ বলেন, “গতানুগতিক ঘরনার বাইরে এসে একটা ভিন্ন স্বাদের গল্পের দ্বায়বদ্ধতা থেকেই এই প্লটটি বেছে নেওয়া। দর্শক নাটকটি দেখতে দেখতে নব্বই দশকের শেষ সময়ের গ্রামীন সেই পরিবেশে নিজেকে আবিষ্কার করবে।”

মীর সাব্বির বলেন, “দীর্ঘদিনপর ব্যতিক্রমী একটা গল্পে কাজ করতে পেরে ভাল লাগছে। আমরা যারা অভিনয় করি তারা মূলত ভিন্ন স্বাদের চরিত্র খুঁজে বেড়াই। সেই দিক থেকে বারেক চরিত্রটি খুবই ব্যতিক্রমী এবং অসাধারন।”

নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ইরা শিকদার, শম্পা, অবিদ রেহান, মনিরসহ আরও অনেকে। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।