সুবীর নন্দীর শেষ গান

মৃত্যুর আগে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গানে সর্বশেষ কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী; সেই গানটি প্রকাশিত হয়েছে ইউটিউবে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2019, 03:40 PM
Updated : 10 May 2019, 03:41 PM

এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি/ এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি/ এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি/ এখন কোথায় আছে শেখ রাসেলের সেই ছবিটি- এমন প্রশ্নের কথামালায় সুবীর নন্দী বলে গেছেন ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার সেই ঘটনা।

সুমন কল্যাণের সংগীতায়োজনে গত ৩০ মার্চ মগবাজারের স্টুডিও ডি স্টেশনে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল। 

গানটি প্রকাশিত হওয়ার আগেই গত ৭ মে ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদক জয়ী গুণী এই শিল্পী।

গীতিকার সুজন হাজং বলেন, “সুবীর নন্দী এই গানটি গাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। স্মৃতিকাতর হয়ে বলেছিলেন- ‘মনে হয় চোখের সামনেই ভেসে উঠছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি, তার মোটা কালো ফ্রেমের চশমা, সেই ইজি চেয়ার, শেখ রাসেলের ছবি।’ 

“তিনি বলেছিলেন, ‘এখনকার প্রজন্ম অনেক বেশি এগিয়ে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা, চলচ্চিত্র নির্মাণ করছে। এই গানটির কথা ও সুর আমার ভালো লেগেছে। মা, মাটি এবং দেশের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ আজীবন মনে রাখবে বাঙালি’।’”

গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে বৃহস্পতিবার  গানটি প্রকাশ করা হয়।

সুজন বলেন, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ছয় দেশের আটজন শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এই গানটি সংযোজন করার কথা থাকলেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করা হল।

কয়েক বছর আগে থেকেই কিডনি জটিলতায় ভুগছিলেন সুবীর নন্দী। ডায়ালাইসিসের জন্য হাসপাতালে ছোটাছুটি করতে হত, কিন্তু গান থেকে তিনি দূরে সরে যাননি।

সিলেট থেকে গান করে ফেরার পথে ১৪ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুবীর নন্দী। অর্ধশতকের সংগীত জীবনে বাংলা গানের ভুবনে বহু জনপ্রিয় গান উপহার দিয়ে হাসপাতাল থেকেই তিনি চিরবিদায় নেন।