প্রকাশ্যে এলো নোবেলের ‘তোমার মনের ভেতর’

প্রকাশ হলো জি-বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো’ ‘সারেগামাপা’য় অংশ নিয়ে আলোচনায় উঠে আসা তরুণ সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের গাওয়া প্রথম চলচ্চিত্রের গান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 01:20 PM
Updated : 31 March 2019, 02:10 PM

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সৃজিত মৃখার্জির পরিচালনায় ‘ভিঞ্চি দা’ নামে এ চলচ্চিত্রে ‘তোমার মনের ভেতর’ শিরোনামে গানে কণ্ঠ দেন নোবেল। গানের কথা ও সুর জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পাঁচ ঘণ্টার ব্যবধানে অর্ধ লক্ষবার ভিউ হয়েছে। বাংলাদেশ ও কলকাতার শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি।

ইতোমধ্যে ‘ভিঞ্চি দা’র অফিসিয়াল ট্রেইলার প্রকাশ হয়েছে; দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তীসহ আরো অনেকে।

গত বছরে কলকাতার ‘সারেগামাপা’য় অংশ নিতে কলতায় গিয়েছিলেন নোবেল। তার কণ্ঠে বেশ কয়েকটি গান আলোচিত হয় কলকাতা ও বাংলাদেশের দর্শক-শ্রোতাদের কাছে।

সৃজিত জানিয়েছেন, সেখানে নোবেলের গান শুনেই তাকে প্লেব্যাক করানোর জন্য আগ্রহী হন।

কলকাতার পাট চুকিয়ে দেশে ফিরে ‘নোবেলম্যান’ নামে একটি ব্যান্ড গঠনের কথা জানান নোবেল।

গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার ব্যান্ডের অর্থ যোগাড়ের জন্য স্টেজশো করব। ইতোমধ্যে টুকটাক ব্যান্ডের কম্পোজিশন শুরু করেছি। দলের সবাই সিনিয়র মিউজিশিয়ান। নিজেদের মতো করে কম্পোজিশন করতে চায়। আশা করি, এখান থেকে ১০টা ভালো গান ছাড়লে মানুষের কাছে পৌঁছাবে।”