যুদ্ধ পূর্ববর্তী এক জনপদের গল্প ‘শিকার’

সত্য ঘটনা অবলম্বনে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘শিকার’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 03:51 PM
Updated : 25 March 2019, 03:51 PM

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আরটিভি’র বিশেষ আয়োজনে প্রচারিত হবে একক নাটক ‘শিকার’।  মাসুম শাহরিয়ারের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন শবনম ফারিয়া ও ইরফান সাজ্জাদ।

তার ছাড়াও নাটকটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্র রূপায়ন করেছেন মামুনুর রশীদ ও শর্মিলী আহমেদ। অভিনয় করেছেন জনপ্রিয় চরিত্র অভিনেতা পাভেল ইসলাম। 

একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নাটকটির গল্প রচনা করেছেন মোঃ জামাল হোসেন।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা মাসুম শাহরিয়ার বলেন, “নাটকটির গল্পটা যুদ্ধের গল্প না। যুদ্ধ পূর্ববর্তী একটা জনপদের গল্প। একটা মিষ্টি প্রেমের গল্প। গ্রামীণ সংস্কারের ভেতর দিয়ে বেড়ে ওঠা একজন মেধাবী তরুণের অকস্মাৎ উন্মাদ হয়ে যাবার গল্প। গল্পে কোথাও কোন যুদ্ধ নাই অথচ গল্পের শেষে রক্তক্ষরণ হয়। আমাদের মানবিক বোধে স্পষ্ট হয়ে ওঠে যুদ্ধের অনিবার্যতা।”

স্বাধীনতা দিবসে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে রাত ৮টায়।