নারীদের স্বাধীনতা নিয়ে মুক্তনাটক

প্রাণের পণ্য ‘এটম গাম’র প্রযোজনায় শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মঞ্চস্থ হল মুক্তনাটক ‘একাত্তর ও পরবর্তী’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 02:15 PM
Updated : 24 March 2019, 02:15 PM

নাটকে দেখা যায়, বায়ন্নোর ভাষা আন্দোলনে ছেলেদের সাথে মেয়েরাও মিছিলে অংশ নিচ্ছে, পাকিস্তানীদের বিরুদ্ধে প্রতিবাদ করছে। পরবর্তী স্বাধীনতার আন্দোলন-সংগ্রামেও ছিল নারীদের ছিল সরব  উপস্থিতি। দেশ স্বাধীন হয় কিন্তু নারী-পুরুষ সমানভাবেই স্বাধীনতা পায়? বরং নারীরা এখনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষের দ্বারা প্রভাবিত হচ্ছে কিংবা পুরুষের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে।

দেশের এগিয়ে যাওয়ার সাথে নারীর স্বাধীনতার আরো সমন্বয় ঘটালেই দেশ আরো সমৃদ্ধ হবে, এ প্রত্যয়ে নাটকটির সমাপ্তি ঘটে।

নাটকের সহযোগিতায় ছিল বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ডরপ’। ক্যাম্পেইনটির ভাবনা ও বাস্তবায়নে ছিল বিজ্ঞাপনী সংস্থা ‘ওএন্ডজেড সল্যুশান’।