স্পর্শিয়ার পূর্ণদৈর্ঘ্য ‘কাঠবিড়ালী’ আসছে এ বছরই

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে এখন বড় পর্দায় দেখার অপেক্ষা। নিয়ামুল মুক্তার পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2019, 12:41 PM
Updated : 15 March 2019, 12:41 PM

পাবনার একটি গ্রামে শুটিং হওয়া এই চলচ্চিত্র এ বছরই মুক্তি দেওয়ার লক্ষ্যে এখন শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানালেন নির্মাতা।

তাসনিমুল তাজের চিত্রনাট্যে এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়নের পর এখন সম্পাদনার টেবিলে চলচ্চিত্রটি। কাঠবিড়ালী’তে অর্চিতা স্পর্শিয়ার বিপক্ষে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর। 

নির্মাতা জানান, পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে পুরো ছবিটির শুটিং হয়েছে। গল্পের প্রয়োজনেই সেখানে শুটিং করতে হয়েছে।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।

এই চলচ্চিত্রে অভিনয় নিয়ে স্পর্শিয়া গ্লিটজকে বলেন, “এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তি দেওয়ার অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে।

“কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ”

নির্মাতা মুক্তা বলেন, “আমাদের স্বপ্নের ছবি কাঠবিড়ালী। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।”

ছবিটিতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা  ‘চিলেকোঠা ফিল্মস’ এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে জানান নির্মাতা।