‘সর্বনামের পাখিরা’ উড়বে শুক্রবার

‘সর্বনাম’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সর্বনামের পাখিরা’ প্রকাশ হচ্ছে শুক্রবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2019, 01:25 PM
Updated : 13 Feb 2019, 01:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সিটিউটের বকুলতলা প্রাঙ্গণে অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন ব্যান্ডটি।

অ্যালবামে মোটা ৮টি গান থাকবে; গানগুলির ভিডিও প্রকাশ হবে সর্বনামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

ব্যান্ডটির মূল গায়ক হাসনাত রিপন; অন্যান্য সদস্যরা হলেন রিফাত নোবেল, হাসনাত রিপন, আসাদ সুমন, রেজাউল রেজা, গোপী দেবনাথ, শঙ্খো দেব, ইফতেখার ইসলাম।

অ্যালবামে কয়েকজন অতিথি শিল্পী বাজিয়েছেন ও গলা মিলিয়েছেন। তারা হলেন মিঠুন সাহা, প্রিয়ম মজুমদার, শেঁউতি শাহগুফতা, ইন্দ্রানী ঘটক, বৈশাখী ঘোষ, অদিতি আদ্রিতা সৃষ্টি, পারভীন পারু।

বাংলাদেশের সমৃদ্ধ লোক-ঐতিহ্য ও শহুরে জীবনযাপন নিয়ে ব্যান্ডটি গানের কথা ও সুর খুঁজে নেয়। আগামীতে সর্বনাম শ্রোতাদের আরো ভাল কিছু গান উপহার দিতে চায় বলে জানিয়েছেন হাসনাত রিপন।

ব্যান্ডটির যাত্রা শুরু হয় ১৪১৯ সালের পহেলা বৈশাখে। সেই থেকে সর্বনাম তাদের নিজেদের বেশ কিছু গান তৈরি করেছে। এছাড়াও তারা বেশ কিছু গান লোক গান কভার করেছে যাতে করে গানগুলো এই সময়কার প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরা যায়।