এটিএন বাংলায় ‘শেষ বিকেলের কাব্য’

এটিএন বাংলায় শুক্রবার প্রচার হবে একক নাটক ‘শেষ বিকেলের কাব্য’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 12:16 PM
Updated : 6 Dec 2018, 12:16 PM

আহমেদ ফারুকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।

নাটকের গল্পে দেখা যাবে, মিরোভা থাকে ইংল্যান্ডে। তিনি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডহোল্ডার, তার একাউন্টে কত পাউন্ড আছে তা সে নিজেও জানে না। নেটে পরিচয় হয় ইমরান বাবুর সাথে। তাদের মাঝে বন্ধুত্ব ও ভালোবাসা তৈরি হয়।

মিরোভা বাংলাদেশে এসে ইমরান বাবুকে হোটেল বানানো ও জমি কেনার জন্য টাকা দেয়। মিরোভা ইমরান বাবুকে খুব বিশ্বাস করে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও দিয়ে দেয়। একদিন রাতে মিরোভাকে বিষ মিশানো চা পান করিয়ে হত্যার চেষ্টা করা হয়।

একটা সময় মিরোভা বুঝতে পারে তার চা’তে বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করেছিল ইমরান বাবু। মিরোভা বুঝতে পারে ইমরান বাবু তাকে নয়, তার টাকাকে ভালোবাসে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জাকিয়া বারী মম, এস এন জনি, সেজুথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশাসহ আরও অনেকে।