ভারতে বাউল উৎসবে গাইবেন রাজা

বাউল উৎসবে গাইতে ভারতের আগরতলায় যাচ্ছেন ভাওয়াইয়া শিল্পী সফিউল আলম রাজা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 02:20 PM
Updated : 13 Nov 2018, 02:20 PM

বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলা’র আয়োজনে ১৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে এই উৎসব অনুষ্ঠিত হবে। বিকেল ৪ টা ৪৫ মিনিটে শুরু হয়ে এই উৎসব চলবে রাত অবধি।

রাজা জানান, এর আগেও তিনি ভারতের কলকাতায় আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে বেশ কয়েকবার গিয়েছিলেন। সেখানে পরিবেশন করেছেন বাংলাদেশের লোকসংগীতের অন্যতমধারা ভাওয়াইয়া গান।

তিনি বলেন, “ভারতের বিশেষ করে কলকাতা, আসাম, গোয়ালপাড়া এবং আগরতলায়  বাংলাদেশের লোকসংগীত বেশ জনপ্রিয়। তাছাড়া ভাওয়াইয়া গান শ্রদ্ধেয় আব্বাস উদ্দিনের সুবাদে দুই বাংলায় দারুণ জনপ্রিয়। ভাওয়াইয়া পরিবশন করতে গিয়ে বেশ উপলব্ধি হয়েছে আমার।”

এই উৎসবে তিনি ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের জনপ্রিয় গান ছাড়াও মুহাম্মদ কছিমউদ্দীন, নুরুল ইসলাম জাহিদ ও নিজের লেখা ভাওয়াইয়া গান পরিবেশন করবেন।