অবশেষে সেন্সর ছাড়পত্র পেলো ‘হৃদয়ে রংধনু’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেলো দেশের প্রথম পর্যটনকেন্দ্রিক চলচ্চিত্র ‘হৃদয়ে রংধনু’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 12:04 PM
Updated : 23 Oct 2018, 12:04 PM

২০১৪-২০১৬ সালে নির্মিত চলচ্চিত্র ‘হৃদয়ে রংধনু’ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেন্সর সার্টিফিকেট পেলো। ২৩ অক্টোবর চলচ্চিত্রটিকে সেন্সরবোর্ড কর্তৃপক্ষ বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করে। বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা রাজীবুল হোসেন।

এর আগে ২০১৬ সালে চলচ্চিত্রটি সেন্সরবোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়ে। সেন্সরবোর্ড কর্তৃপক্ষ আটটি সংশোধনীর অনুরোধ জানিয়ে নির্মাতাকে অনুরোধ জানায়। নির্মাতা রাজীব জানান, সেন্সর বোর্ড সদস্যদের প্রতি সম্মান জানিয়ে দু’টো জায়গায় তারা সংশোধন করে চলচ্চিত্রটি পুনরায় জমা দেন। বাকি অভিযোগগুলোকে অবান্তর বলেও দাবি করেন তিনি। এরপর দীর্ঘদিন সেন্সরবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট পাননি নির্মাতা।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার চলচ্চিত্রটির সেন্সর সার্টিফিকেট প্রদান করা হয়।

নির্মাতা রাজীবুল হোসেন এ প্রসঙ্গে বলেন, “এটি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জয়। আমি কোন আপোষ করিনি। অবশেষে তারা চলচ্চিত্রটিকে সেন্সর সার্টিফিকেট দিতে বাধ্য হলো।”

দেশের ৫৪টি জেলার বিভিন্ন পর্যটন লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘হৃদয়ের রংধনু’ চলচ্চিত্রটি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শামস হাসান, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা ও একমাত্র নারী, সার্বিয়ার নাগরিক মিনা পেতকোভিচ।

নির্মাতা রাজীব জানান, আসন্ন জাতীয় নির্বাচনের পর আসছে জানুয়ারিতেই চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন তিনি।