শুক্রবার বসুন্ধরা কনভেনশনে পাঁচ ব্যান্ডের  মেগা কনসার্ট

সঙ্গীতপ্রেমীদের জন্য মেগা কনসার্ট নিয়ে আসছে এয়ারটেল ইয়োলো ফেস্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 10:29 AM
Updated : 23 Oct 2018, 10:29 AM

আগামী শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হবে এই কনসার্ট।

অপারেটর রবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন দেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি জেমস ও ওয়ারফেজ।

“পাশাপাশি থাকছে বর্তমান প্রজন্মের প্রিয় ব্যান্ড নেমেসিস, ভাইকিংস ও পাওয়ারসার্জ।”

রবি সেবা বা এয়ারটেল কেয়ার অথবা নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে নির্দিষ্ট প্যাকেজ কিনে এয়ারটেল ইয়োলো ফেস্ট কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

সঙ্গীতপ্রেমীদের জন্য গত বছর থেকে ‘এয়ারটেল ইয়োলো ফেস্ট’ আয়োজন করছে এয়ারটেল।

তরুণ প্রজন্মের কাছাকাছি পৌঁছাতে ২০১৭ সালে এয়ারটেল ইয়োলো ক্যাম্পাস ট্যুরেরও আয়োজন করে অপারেটরটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে দেশের ৩৮টি জেলায় ১০৬টি আয়োজন তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রায় পাঁচ লাখ দর্শকের উপস্থিতিতে ওইসব অনুষ্ঠানে তরুণরা দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও কনসার্টে অংশ নেন।

এরই ধারাবাহিকতায় এবার ঢাকায় ইয়োলো ফেস্ট কনসার্ট আয়োজন করছে রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেল।