জেমসের কনসার্ট উৎসর্গ আইয়ুব বাচ্চুকে

বরগুনায় জেমসের কনসার্ট উৎসর্গ করা হলো আইয়ুব বাচ্চুকে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 02:07 PM
Updated : 18 Oct 2018, 03:00 PM

বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম অগ্রপথিক আইয়ুব বাচ্চুর আকস্মিক প্রয়াণে শোকাহত নগরবাউলখ্যাত জেমস। কনসার্টে অংশগ্রহণ করতে বরগুনায় অবস্থান করলেও সেখান থেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় গ্লিটজকে জানালেন তার প্রতিক্রিয়া।

তিনি বলেন, “ বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। ১৯৮০ সালের প্রথম দিকে তার সঙ্গে আমার পরিচয়।  দীর্ঘ ৪০ বছর সুখে, দুঃখে মান অভিমানে কেটেছে।  হাজারো স্মৃতি। বাংলা রক সংগীতে তার অবদান বাংলাদেশ চিরদিন মনে রাখবে। ওনার এ প্রয়াণ বাংলা সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত ভাবে ওনার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এটা ভাষায় প্রকাশযোগ্য নয়।

শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে না পারার বেদনাও ফুটে উঠলো জেমসের কন্ঠে। বললেন, “সরকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করায় শেষবারের মতো তাকে একবার দেখতে পেলাম না এ আফসোস চিরজীবন থেকে যাবে।

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর গ্লিটজকে জানান, জেমসের উদ্যোগে বরগুনা জেলা স্টেডিয়ামে আয়োজিত আজকের কনসার্টটি উৎসর্গ করা হয়েছে আইয়ুব বাচ্চুকে। ঠাকুর জানান, জেমস নিজেই সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে কথা বলে কনসার্টটি তাকে উৎসর্গ করা উদ্যোগ নিয়েছেন।