‘দেবী’ বনাম ‘নায়ক’: সারভাইভ্যাল অফ দ্য ফিটেস্ট

অভিনব প্রচারণা কৌশলে ইতিমধ্যেই দর্শকমনে সাড়া জাগিয়েছে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। অন্যদিকে, বাণিজ্যিক ছবির সফল পরিচালক ইস্পাহানী-আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ চলচ্চিত্রটিও  নানা বাধা পেরিয়ে অবশেষে মুক্তির পথ খুঁজে পেয়েছে। অবশেষে আগামী ১৯ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এ দু’টি চলচ্চিত্র।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 02:29 PM
Updated : 17 Oct 2018, 02:29 PM

প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ প্রয়াত হয়েছেন অনেক বছর, কিন্তু তার রহস্যঘেরা জীবন ও সৃষ্টি এখনও দর্শকের কাছে ধরা দিচ্ছে নানাভাবে। বড়পর্দায় গেলো বছর মোস্তফা ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রটিকে ঘিরে হুমায়ূন বিতর্কের ডুবেছিলো রঙিন জগত। চলতি বছর হুমায়ূনের রহস্যঘেরা জনপ্রিয় চরিত্র মিসির আলী আসছেন বড় পর্দায়। জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ চলচ্চিত্রটি নিয়ে হুমায়ূন ভক্তদের আগ্রহের কমতি নেই। আসছে ১৯ অক্টোবর সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

 

অন্যদিকে, গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা থাকলেও অন্য প্রযোজকের ঠুকে দেয়া মামলায় আইনি জটিলতায় পড়ে চলতি সপ্তাহে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক বাপ্পি ও নবাগতা অধরা খানের ‘নায়ক’ চলচ্চিত্রটি। বাণিজ্যিক ধারার চলচ্চিত্রটি ইতিমধ্যেই ট্রেলারে ও গানের চিত্রায়নে প্রশংসিত হয়েছে দর্শক মহলে। প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নতুন নায়িকা অধরার। বড়পর্দায় আত্মপ্রকাশের আগেই আলোচিত এ নায়িকাকে নিয়ে আগ্রহী পরিবেশকরাও।

 চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, দুটি ভিন্ন ধারার ছবি হওয়ায় দুটি ছবিই ভিন্ন ঘরানার দর্শকে জমজমাট থাকবে প্রেক্ষাগৃহ।

এদিকে, স্বল্পসংখক প্রেক্ষাগৃহে চলচ্চিত্র মুক্তির কৌশল নিয়ে ইতিমধ্যেই দর্শকদের হলে টানছে ‘দেবী’ চলচ্চিত্রটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, চলচ্চিত্রটির প্রতি দর্শকমহলে আগ্রহের প্রতি প্রাধান্য দিয়ে প্রথমবারের মতো প্রতিদিন তিনটি প্রেক্ষাগৃহে দশটি শো’র আয়োজন করেছে তারা। শ্যামলী সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিনের টিকেট প্রায় ৬০ শতাংশ বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই।

অন্যদিকে, ৮০ প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহেই চলচ্চিত্র ‘নায়ক’ প্রদর্শনে আগ্রহী হয়েছেন হল মালিকরা।

 

চলচ্চিত্র দু’টি মুক্তির প্রসঙ্গে প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ গ্লিটজকে বলেন, “দু’টি দুই ঘরানার ছবি। খুব বেশি সমস্যা হওয়ার কথা না।  ‘দেবী’ চলচ্চিত্রটি হুমায়ূন আহমেদের রচনা থেকে নির্মিত ছবি এটা যেমন একটা ব্যাপার অন্যদিকে জয়া-চঞ্চল দুজনেরই একটা ভালো দর্শকগ্রহণযোগ্যতা আছে। অন্যদিকে ‘নায়ক’ চলচ্চিত্রটিতে বাপ্পি আছেন নতুন একজন নায়িকার অভিষেক ঘটছে।  এ ছবিটির প্রতিও হল মালিকদের ভালো সাড়া পাওয়া গেছে। তবে, কতোদিন ছবি দু’টি হলে চলবে তা আসলে দর্শকের ভালো লাগার উপর নির্ভর করছে। আমি ডারউইনের সেই বিখ্যাত উক্তিটিই এ প্রসঙ্গে পুনঃউচ্চারণ করবো-সারভাইভ্যাল অফ দ্য ফিটেস্ট। ”

নওশাদ আরও বলেন, “আমাদের এখানে চলচ্চিত্রের প্রচারণায় কম মনোযোগ দেন নির্মাতারা। সেদিক থেকে ‘দেবী’ প্রচারণায় অনেক সাড়া ফেলতে পেরেছে। কিন্তু ‘নায়ক’ সেভাবে প্রচারণায় আসেনি। আমার মনে হয়, প্রত্যেক ছবির ক্ষেত্রে প্রচারণার জন্য একটা বাজেট রাখলে এটার একটা রিটার্ন আসবেই।”

‘দেবী’ চলচ্চিত্রটিতে প্রযোজক  জয়া আহসানকে অভিনয়নও করতে দেখা যাবে একটি কেন্দ্রিয় চরিত্রে। এতে হুমায়ূন আহমেদের বিখ্যাত চরিত্র ‘মিসির আলী’ হয়ে বড়পর্দায় আসছেন চঞ্চল চৌধুরী এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ জাকের ও শবনম ফারিয়া।

অন্যদিকে, নায়ক চলচ্চিত্রে চিত্রনায়ক বাপ্পী ও অধরা খান ছাড়াও চরিত্র অভিনেতা হিসেবে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে। আরও থাকছেন অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।