দুর্গাপূজায় ‘কহে বীরাঙ্গনা’র তিন প্রদর্শনী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে 'কহে বীরাঙ্গনা’ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করছে মণিপুরি থিয়েটার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 12:19 PM
Updated : 17 Oct 2018, 12:19 PM

মাইকেল মধুসূদন দত্ত’র ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করবেন জ্যোতি সিনহা।

মণিপুরি থিয়েটারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বনানী পূজামণ্ডপে বৃহস্পতিবার নাটকটি প্রদর্শিত হবে। পরদিন শুক্রবার মহিলা সমিতির মঞ্চে দলটির নিজস্ব ব্যবস্থাপনায় বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় আরও দুটি প্রদর্শনী হবে।

মহিলা সমিতির দুই প্রদর্শনীতে শিক্ষার্থী ও নাট্যকর্মীদের জন্য ৩০ শতাংশ টিকেট বিশেষ মূল্য ছাড়ে রাখা হবে। এছাড়া নিয়মিত মূল্যের টিকেটও থাকবে।

মহাভারতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধ স্পৃহাকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকে রূপায়িত করা হয়েছে। যার শেষ কথা হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি।

নাটকটির সংগীতে আছেন শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। ভাবমুদ্রা রূপায়নে রয়েছেন স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, অনামিকা চ্যাটার্জী, শ্যামলী সিনহা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া ও দৃশ্যসজ্জায় আছেন আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ।