দর্শনীর বিনিময়ে দুই নাট্যব্যক্তিত্বের ‘আলাপন’

মঞ্চের জনপ্রিয় দুই মুখ নাসিরউদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ। নেতৃত্বে, অভিনয়ে, নির্দেশনায় যেমন তাদের জনপ্রিয়তা তেমনি বক্তা হিসেবেও শ্রোতাদের মন কেড়ে নিতে তাদের জুড়ি নেই। এবার দর্শনীর বিনিময়ে দর্শক- শ্রোতারা শুনতে পারবেন তাদের দু’জনের আলাপ-আড্ডা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 01:57 PM
Updated : 1 Oct 2018, 01:57 PM

এমন ব্যাতিক্রমী আয়োজনটি করেছে মঞ্চ নাটকের নির্দেশকদের সংগঠন ‘থিয়েটার ডিরেক্টরস ইউনিটি বাংলাদেশ’। তিন প্রজন্মের নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্যজন ও দর্শকের মুখোমুখী হয়ে নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ শিল্প ও নাট্য আন্দোলনের নানা দিক নিয়ে কথা বলবেন।

‘আলাপন’ শিরোনামের এ আয়োজনেটি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে।  ‘থিয়েটার ডিরেক্টরস ইউনিটি বাংলাদেশ’ এই সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো এবারের এ আয়োজনটি শুরু হবে সকাল ১০টায়।

সংগঠনের সমন্বয়কারী অনন্ত হীরা এ প্রসঙ্গে বলেন, “অনুষ্ঠানটি মূলতঃ তিন প্রজন্মের নাট্যকার, নির্দেশক, নাট্যজন ও দর্শকের একটি মিলনমেলা। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্যচর্চাকে একটি মেঠো আল পথ থেকে যাঁরা বিগত ৪৭ বছর ধরে রক্ত, ঘাম ও শ্রম দিয়ে আজ রাজপথে পরিণত করেছেন সেই অগ্রজ নাট্যজনদের অন্যতম দু’জন  নাসিরউদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ শিল্প ও নাট্য আন্দোলনের নানা দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রজন্মের নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্যজন ও দর্শক বরেণ্য এই দু’জন নাট্যব্যক্তিত্বকে প্রশ্ন করে তাঁদের নাট্য জীবন ও সৃজনশীল কাজের নানা দিক সম্পর্কে জানতে পারবেন।”

দর্শনীর বিনিময়ে এই আলাপন অনুষ্ঠানের মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার প্রবেশ পথের বাম পাশে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অগ্রীম টিকিট পাওয়া যাবে।