ঢাকায় পিয়ার্স ব্রসনানের ‘ফাইনাল স্কোর’

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের চলচ্চিত্র ‘ফাইনাল স্কোর’, যেখানে জেমস বন্ড খ্যাত পিয়ার্স ব্রসনান হাজির হয়েছেন জঙ্গি হামলা থেকে স্টেডিয়াম ভর্তি দর্শককে বাঁচানোর গল্প নিয়ে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2018, 02:25 PM
Updated : 21 Sept 2018, 02:25 PM

জনপ্রিয় এই আইরিশ অভিনেতা ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের চারটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ এবং ‘ডাই অ্যানাদার ডে’ বক্স অফিসেও সাড়া ফেলে।

বন্ড সিরিজ থেকে বিদায় নিলেও হলিউড থেকে সরে যাননি ব্রসনান। সবশেষ তাকে দেখা গেছে গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘মামা মিয়া’ সিনেমায়।

তারপর দুই মাস না পেরোতেই ‘ফাইনাল স্কোর’ নিয়ে আবার দর্শকদের সামনে এসেছেন এই অভিনেতা। স্কট ম্যান পরিচালিত অ্যাকশনধর্মী এ সিনেমা মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। ব্রসনান ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন প্রাক্তন রেসলিং তারকা ডেভ বাতিস্তা। 

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক মুক্তির ধারাবাহিকতায় শুক্রবার ঢাকায় মুক্তি পেয়েছে ফাইনাল স্কোর।

সিনেমায় দেখা যায়, মাঠে রাগবি খেলা চলাকালে জঙ্গিরা স্টেডিয়াম আক্রমণ করে। গ্যালারিতে থাকা ৩৫ হাজার দর্শকের প্রাণ বাঁচানোর চ্যালেঞ্জ আসে প্রাক্তন সেনা সদস্য মাইকেল নক্সের সামনে।

তিনি কি পারবেন এই চ্যালেঞ্জে উৎরে যেতে? শ্বাসরুদ্ধকর ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় ‘ফাইনাল স্কোর’ সিনেমার কাহিনী।