শিল্পকলায় ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব’

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, অভিনেতা ও নির্দেশক সৈয়দ মহিদুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকীতে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হচ্ছে ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব।’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2018, 01:13 PM
Updated : 4 Sept 2018, 01:13 PM

ব্যতিক্রমের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে ১২-১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।

নাট্যদল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্মরণ আলোচনা, সম্মাননা প্রদান ও নাটক প্রদর্শনী চলবে।

উৎসবে প্রদর্শিত হবে তিনটি নাটক। উদ্বোধনী দিন বুধবার মঞ্চস্থ হবে ভিশন থিয়েটারের ‘নৈশভোজ’, বৃহস্পতিবার ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘পাখি’ ও শেষ দিন শুক্রবার প্রদর্শিত হবে নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশ ও বানেছা পরী’।

প্রতিবারের মতো এবারও ‘সৈয়দ মহিদুল ইসলাম পদক’ দেওয়া হবে। এবার পদকটি পাচ্ছেন মঞ্চসারথি আতাউর রহমান।