আসামের শিলচরে গাইবেন স্বপ্নীল সজীব

ভারতের আসামে রাজ্যের শিলচরে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষার গান পরিবেশন করবেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2018, 12:36 PM
Updated : 19 May 2018, 12:36 PM

বাংলা ভাষার জন্য ১৯৬১ সালের ১৯ মে তারিখে শিলচর স্টেশনে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে রোববার সন্ধ্যা ৭টায় শিলচরের ভাষা শহিদ স্টেশন স্টেশন শহিদ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করছে।

এ শিল্পী গ্লিটজকে বলেন, “প্রতি বছরই ভাষা শহিদদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার ৫৭ বছর পূর্তী অনুষ্ঠানে বাংলাদেশ ও কলকাতার অনেক শিল্পীরা থাকছেন অনুষ্ঠানে। এখানে গাইতে পারাটা আমার জন্য অনেক ভালো লাগার।”

অনুষ্ঠানে তিনি ভাষার গানে পাশাপাশি রবীন্দ্রসংগীতও পরিবেশন করবেন বলে জানান তিনি।

এর মধ্যে আছে ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্পেভরা’, ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’সহ বেশ কয়েকটি গান।