দোষী সাব্যস্ত হওয়ার পরপরই তাকে পাঠানো হয় যোধপুর কেন্দ্রীয় কারাগারে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তাকে সহানুভূতি দেখিয়ে বলিউডের অনেকেই পাশে দাঁড়িয়েছেন ‘ভাইজান’-এর।
Published : 05 Apr 2018, 07:41 PM
যোধপুরের মুখ্য বিচারিক হাকিম দেব কুমার খাতরি বৃহস্পতিবার এই রায়ে সালমানকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানাও করেছেন।
রায়ে বিচারক বলেন, “আসামি যেহেতু একজন চলচ্চিত্র তারকা, মানুষ যেহেতু তাকে দেখে, তাকে অনুসরণ করে, আর আসামি যেভাবে নিষ্পাপ হরিণ হত্যা করেছে, আর সেটা যেহেতু অবৈধ শিকার…,” সেহেতু সালমানকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।
এই রায়ে খুব কষ্ট পাচ্ছেন জয়া বচ্চন। তিনি বলেছেন, খারাপ লাগছে। সালমানকে ছেড়ে দেওয়া উচিত ছিল। মানুষের মঙ্গলের জন্য সে অনেক কাজ করেছে।
সালমানকে সহানুভূতি দেখানোর জন্য সামাজিক মাধ্যমে সমালোচিতও হচ্ছেন জয়া। একজন মন্তব্য করেছেন, কাল সালমান জয়ার পরিবারের কাউকে মারলেও কি সহানুভূতি দেখাবেন? বোধহীন এরকম কথাবার্তার জন্য এই রাজনীতিককে ধিক!
I feel bad. He should be given relief. He has done a lot of humanitarian work: Jaya Bachchan, Rajya Sabha MP on #SalmanKhan #BlackBuckPoachingCase pic.twitter.com/VUEM0RIweE
— ANI (@ANI) April 5, 2018
এর আগে বলিউড অভিনেত্রী রানি মুখার্জী বলেছিলেন, “আমি সবসময় সালমানের পাশে আছি ।” রানি ছাড়াও ‘রেস-৩’-এর নির্মাতা রেমো ডিসুজা, ‘বিগ বস ১১’র বিজয়ী শিল্পা শিন্ডেসহ অনেকেই এই বলিউড অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ।
How many tigers have been poached and what's the status of Justice on that.
How many jungles have been cut down in the name of development, isn't it leading to wildlife killing.
Punishing a good human being is not acceptable https://t.co/dBtc3tuM34
— Shilpa Shinde (@ShindeShilpaS) April 5, 2018
বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই টুইট করে বলেছেন, “আমি ভীষণ দুঃখ পেয়েছি । তবে ভারতীয় বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। চূড়ান্ত বিচারের আবেদন জানানোর জন্য অনেক দরজা খোলা আছে। সালমান ইন্ডাস্ট্রি এবং গণমানুষের খুব ভালোবাসার মানুষ।”
I am extremely shocked to hear @BeingSalmanKhan being convicted by session court but also having full trust in indian judiciary which has many other doors to appeal for final justice whatsoever. Since He is most loved person by industry N people for his human reasons too.
— Subhash Ghai (@SubhashGhai1) April 5, 2018
অভিনেতা অর্জুন রামপাল লিখেছেন,“ আইন নিজের পথেই চলবে। তা নিয়ে কিছু বলার নাই। এখন আমার নিজেকে অসহায় মনে হচ্ছে। সালমান ও তার পরিবারের পাশে আছি। সালমানকে অপরাধী সাব্যস্ত করা হল, এটা অত্যধিক কড়া। আশা করি তিনি প্রাপ্য ন্যায়বিচার পাবেন।”
The law takes its course. Can’t argue it. But at this point in time I just feel helpless and my heart goes out to @BeingSalmanKhan and his family. Reason, cause the last thing @BeingSalmanKhan is, is a criminal.I feel this is too harsh. I do hope he gets the relief he deserves.
— arjun rampal (@rampalarjun) April 5, 2018
একই মামলায় সালমানের সঙ্গেই অভিযু্ক্ত ছিলেন কিন্তু এই রায়ে রেহাই পেয়েছেন অভিনেত্রী নীলম । তার স্বামী, অভিনেতা সমীর সোনি বলেছেন, “আমাদের কাছে এই রায় খুশির ব্যাপার হলেও খারাপ লাগছে সালমানের জন্য । কষ্ট পাচ্ছি, ঠিকঠাক ন্যয়বিচার হল না।’
We are happy for us but we are disappointed for #SalmanKhan. Justice has not been given properly in this case. I am feeling bad for him: Samir Soni, actor and husband of actress Neelam #BlackbuckPoachingCase pic.twitter.com/V65Dm9rkGY
— ANI (@ANI) April 5, 2018
সালমান খান এধরনের কোনো ক্ষতি করতে পারে না । কেননা তিনি তাদের খুব ভালোবাসেন, এরকম মনে করে টুইট করেছেন অভিনেত্রী সিমি গারওয়েল ।
Of one thing I am dead sure..@BeingSalmanKhan would NEVER EVER harm any animal. He loves them too much. The real culprit should be exposed. 20 years is too long to bear someone else's cross..
— Simi Garewal (@Simi_Garewal) April 5, 2018
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া