ভালোবাসার গল্প ও গান

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বেঙ্গল বই প্রাঙ্গনে আয়োজন করা হয় গল্প ও গান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 03:42 PM
Updated : 14 Feb 2018, 03:42 PM

সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে নিজেদের ভালোবাসার গল্প ও গানে তুলে ধরেন শিল্পী খায়রুল আনাম শাকিল ও কল্পনা আনাম।

এছাড়া ডাঃ শাকিল আখতার ও আফসানা করিম এবং স্থপতি নিশাত আরা খন্দকার ও জাফর ইকবাল দম্পতি নিজেদের ভালোবাসার গল্পও তুলে ধরেন।

এরপর পুরানো দিনের ভালোবাসার গান পরিবেশন করেন শিল্পী তানজিনা করিম স্বরলিপি ও মফিজুর রহমান।

নভেম্বরে যাত্রা শুরু করেছে বেঙ্গল বই । ইতিমধ্যে সাহিত্যিক ও পাঠক মহলে প্রশংসা অর্জন করেছে। বিভিন্ন বয়সের মানুষের জন্য নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছে।

সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, ড. মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব বেঙ্গল বই প্রাঙ্গনে এসে ভূয়সী প্রশংসা করে গেছেন।

বেঙ্গল বই এর দোতলা ও তিনতলাজুড়ে আছে দেশি-বিদেশি বই। নিচতলায় সব শ্রেণির পাঠকের জন্য আছে পুরনো বই ও ম্যাগাজিন, সঙ্গে চা। দোতলায় নিভৃতে বসে বই পড়ার জন্য রয়েছে আধুনিক ক্যাফে। বারান্দায় বসে কফি খেতে খেতে গল্প করা যাবে।

প্রবীণদের জন্য রয়েছে বইয়ে বিশেষ ছাড় এবং বাগানে বসে আড্ডা দেওয়ার পরিবেশ। ভবনের তিনতলার প্রায় পুরোটাই শিশুদের জন্য।

এখানে বইয়ের পাশাপাশি আছে লেখাপড়ায় সহায়ক নানা আকর্ষণীয় সামগ্রী।