সুরকার আলী আকবর রুপুর অবস্থার অবনতি

কিডনির জটিলতা ও হৃদরোগ নিয়ে হাসপাতালে আইসিইউতে থাকা সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপুর অবস্থার অবনতি ঘটেছে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 12:23 PM
Updated : 12 Feb 2018, 12:23 PM

তিনি এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রয়েছেন। সোমবার থেকে এই শিল্পীর অবস্থা অবনতিশীল বলে জানিয়েছেন তার মেয়ে ফারিয়া নাজ।

ফারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ থেকে বাবার শারীরিক অবস্থা মারাত্মক খারাপ অবস্থায় চলে গেছে। ডাক্তাররা বলছেন, ব্রেইনের চিকিৎসা করলে হার্টের চিকিৎসা করা যাচ্ছে না, হার্টের চিকিৎসা করালে ব্রেইনের চিকিৎসা করা যাচ্ছে না। ফলে বিষয়টি বেশ জটিল আকার ধারণ করেছে।”

ফারিয়া জানান, বুধবার অফিস থেকে ফেরার পর তার বাবা মাথা ঘুরে পড়ে গেলে তাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা।

শুক্রবার তাকে স্থানান্তর করা হয় ইউনাইটেড হাসপাতালে। সেখানে ভর্তির পর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি। ডা. মুজিবুল হক মোল্লার তত্ত্বাবধানে এ সংগীত পরিচালকের চিকিৎসা চলছে।

প্রায় আড়াই বছর ধরেই হৃদরোগে ভুগছেন আলী আকবর রুপু। এর আগে ২০১৫ সালে ইউনাইটেড হাসপাতালে তার হৃদযন্ত্রে স্টেন্ট পরানো হয়।

জনপ্রিয় টিভি অনুষ্ঠানে ইত্যাদিতে আলী আকবর রুপুর সুর করা অনেক গান দর্শক মহলে বেশ প্রশংসিত। তিনি বর্তমানে একটি বেসরকারি টিভি চ্যানেলে চিফ মিউজিক ডিরেক্টর হিসেবে কর্মরত।