ভালোবাসার নাটক ‘সায়েন্সের মেয়ে, আর্টসের ছেলে’

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘সায়েন্সের মেয়ে, আর্টসের ছেলে’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও  মেহজাবিন চৌধুরী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 11:05 AM
Updated : 12 Feb 2018, 11:05 AM

ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী রুশনা। বেশ ফাঁকিবাজ আর আদুরে। তাকে ইংরেজি পড়ান অংশু আর সায়েন্সের বিষয়গুলো পড়ান লামিয়া।

রোজ লামিয়ার পড়ানো শেষ হলে অংশু পড়াতে আসে। দুজনের টুকটাক কথা হয়। আর্টসের ছাত্র অংশু ভাবে, লামিয়া তাকে খুব একটা পাত্তা দেয় না। লামিয়ার বেতনও বেশি।

অংশু নিজেও ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সের ছাত্র ছিল। কিন্তু ইংরেজি সাহিত্যে পড়ার ইচ্ছা থেকেই ইংরেজি বিভাগে ভর্তি হয়েছে।

দু’জনের মানসিক দুরত্বের মাঝে লামিয়াকে পছন্দ করে ফেলে অংশু। ঘটনাক্রমে বিয়ে ঠিক হয়ে যায় লামিয়ার। ভিন্নদিকে বাঁক নেয় টেলিছবির গল্পে।

নাটকে লামিয়ার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও অংশুর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।

সৈয়দ জিয়া উদ্দিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন হাবিব শাকিল।

পরিচালক বলেন, “চেনা গল্পের মোড়কে এতে লেখাপড়া নিয়ে তরুণ-তরুণী ও তাদের বাবা মায়ের ভাবনা, ক্যারিয়ার ভাবনা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তাও তুলে ধরা হয়েছে। আশাকরি দর্শকদের ভালো লাগবে।”

বুধবার রাত রাত ১১টায় প্রচার হবে টেলিছবিটি।