Published: 17 Jan 2018 08:49 PM BdST Updated: 17 Jan 2018 08:49 PM BdST
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এসে অপর্ণা সেন চলচ্চিত্র নিয়ে তার ভাবনার কথা জানালেন ।
-
১৯৮১ সালে ‘থার্টি সিক্স চৌরঙ্গী লেন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। ছবি: নয়ন কুমার
-
সত্যজিৎ রায়ের প্রতি সম্মান জানাতে ১৯৮৪ সালে নির্মিত ‘ঘরে বাইরে’র রিমেক করার ইচ্ছা রয়েছে তার । ছবি: নয়ন কুমার
-
তার মতে, দুই দেশের বাংলা চলচ্চিত্র বিনিময় হলে বাজার হবে বড় এবং তাতে উপকৃত হবে দুই পক্ষই। ছবি: নয়ন কুমার
-
অপর্ণা বললেন, “কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের অনেক বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি, কিন্তু এই ঢাকা উৎসবের মতো এত আন্তরিকতা কোথাও পাইনি।” ছবি: নয়ন কুমার
-
“আমার ছবি যত মানুষের কাছে পৌঁছানো দরকার তত মানুষের কাছে পৌঁছেনি, এটাই হচ্ছে বড় কষ্টের,” ছবি: নয়ন কুমার
-
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের মধ্যগগনে এসে বিরতি নেন অপর্ণা। ‘মনের মতো ব্যতিক্রমী’ চরিত্র ওই সময়ে নাকি খুঁজেই পাচ্ছিলেন না তিনি।ছবি: নয়ন কুমার
সাম্প্রতিক ছবিঘর
- চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড
- ঢাকা মেডিকেলে মাতম
- চুড়িহাট্টার মৃত্যুকূপ
- ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইমেলা
- ২১ ফেব্রুয়ারি ২০১৯
- ২০ ফেব্রুয়ারি ২০১৯
- ভাষানটেক বস্তিতে উচ্ছেদ অভিযান
- মেট্রোরেল প্রকল্পের উত্তরা অংশ
- ১৯ ফেব্রুয়ারি ২০১৯
- সরকারি হাসপাতালের ওষুধ দোকানে দোকানে!
- শহীদ মিনারে নিরাপত্তা
- একুশের দেয়ালচিত্র
- শেষ হল বিশ্ব ইজতেমা