ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্র ‘ও দ্য লাভ’

শহুরে সৃষ্টিশীল দুই নর-নারীর প্রেম ভাবনা ও দর্শন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ও দ্য লাভ’ প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 04:00 PM
Updated : 13 Jan 2018, 04:00 PM

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত নীরিক্ষাধর্মী প্রামাণ্যচিত্র ‘ও দ্য লাভ’। উৎসবের নারী চলচ্চিত্র বিভাগের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি।

নির্মাতা জানান, ১৫ জানুয়ারি বিকেল ৫টায় উৎসবের ভেনু রাজধানীর সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে এটি।

শহুরে সৃষ্টিশীল দুই নারী-পুরুষের প্রেমের ভাবনা ও দর্শন নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি।

শবনম ফেরদৌসী বলেন, “এই শহরের মানুষ কীভাবে প্রেমকে ধারণ করেন তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে।

মানুষের জীবনে প্রেম কীভাবে কাজ করে তা নিয়ে আমার নানারকম পর্যবেক্ষণ আছে। এটা নিয়ে ভবিষ্যতেও আমি কাজ করবো বড় আকারে। তারই প্রথম পদক্ষেপ এ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি।”

প্রামান্যচিত্রটিতে শবনম ফেরদৌসীর নানা জিজ্ঞাসায় প্রেম নিয়ে নিজেদের চিন্তা দর্শন ও অভিজ্ঞতা বর্ণনা করেছেন লেখক ও চাকুরীজীবি উম্মে রায়হানা ও কবি রুদ্র হক।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নির্মিত হয় এটি। রাজধানীর শাহবাগ, গুলশান, ধানমন্ডির বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়-‘ও দ্য লাভ’।