বিজয় দিবসে ‘মুক্তির কথা বিজয়ের গান’

বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তির কথা বিজয়ের গান’ শিরোনামে সংগীতানুষ্ঠান নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন ফাহমিদা নবী, রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2017, 12:04 PM
Updated : 15 Dec 2017, 12:04 PM

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেত্রী তারিন। এটি শনিবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়।

অনুষ্ঠান প্রসঙ্গে ফাহমিদা নবী গ্লিটজকে বলেন, “প্রিয় কিছু দেশাত্মবোধক গান নিয়ে হাজির হচ্ছি অনুষ্ঠানে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা টাইগার লোকমানকে নিয়ে থাকবে বিশেষ আয়োজন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে মানিকগঞ্জের ‘গোলাইডাঙ্গা যুদ্ধ’ অংশগ্রহণ করেন তিনি। পরে নিজের শোয়ার ঘরটিকে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহ কেন্দ্র’ বানিয়েছেন।

অনুষ্ঠানে আরো থাকবে ময়মনসিংহের মুক্তিযোদ্ধা মোঃ শহীদের বর্তমান দিনযাপন ও মুক্তিযুদ্ধের স্মৃতিকথা।

এছাড়াও বিজয় দিবসে পুরো দিন জুড়েই এটিএন বাংলায় থাকবে বিশেষ আয়োজন। সকাল সাড়ে ৮টায় প্রচার হবে দেশের গান নিয়ে অনুষ্ঠান ‘বিজয়ের গান’। সাড়ে ৮টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের গল্প’। ৯টায় প্রচার হবে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘লাল সবুজের পতাকা’। সকাল সাড়ে ৯টায় প্রচার হবে শিল্পী ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান ‘এক সূর্য ভালোবাসা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শমী কায়সার।

রাত সাড়ে ৭টায় রাজধানীর হাতিরঝিল থেকে সরাসরি সম্প্রচার করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’। দেশের খ্যাতনামা ব্যান্ডদল এবং শিল্পীরা এতে অংশ নেবেন।

এছাড়া রাত ১১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘মুক্তির পথে’। এটি পরিচালনা করেছেন আবুল হায়াত।