বিরাট-আনুশকার বিয়েতে যোগ দিচ্ছেন শাহরুখ ও আমির?
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2017 07:23 PM BdST Updated: 09 Dec 2017 07:33 PM BdST
বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেম ও বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। শোনা যাচ্ছে ১৮ ডিসেম্বর গাটছড়া বাঁধতে চলেছেন এ তারকা জুটি।
টাইমস নাউ এর প্রতিবেদন বলছে, এ মুহূর্তে সপরিবারে ইতালিতে অবস্থান করছেন বিরাট কোহলি ও আনুশমকা শর্মা। সেখানেই গোপনে বিয়ের পাঠ চুকাবেন তারা। বিয়ের সম্ভাব্য তারিখ হতে পারে ১৮ ডিসেম্বর এবং তাতে উপস্থিত থাকবেন বলিউড তারকা শাহরুখ খান, আমির খান সহ তাদের কাছের কিছু মানুষ।
অতিথি তালিকায় যুক্ত হতে পারে ‘যশরাজ ফিল্মস’ এর কর্ণধার আদিত্য চোপড়া ও ‘ব্যান্ড বাজা বরাত’ পরিচালক মনিশ শর্মা। ক্রিকেট তারকা বিরাট কোহলির পক্ষ থেকে শচীন টেন্ডুলকর ও যুবরাজ সিংকেও দেখা যেতে পারে বিয়ের আসরে- এমনটাই জানিয়েছেন বিরাট ও আনুশকার ঘনিষ্ঠ এক সূত্র।

গণমাধ্যমে প্রেম ও বিয়ে নিয়ে সরাসরি মুখ না খুললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার আনুশকার প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন বিরাট। তবে এ বিষয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রেখেছেন ‘পিকে’ অভিনেত্রী।
এর আগে বহুবার বিরাট ও আনুশকার বিয়ে খবর শোনা গেলেও পরে তা স্রেফ গুজব হিসেবেই প্রমাণিত হয়েছে। সম্প্রতি আবারও ‘বিরুশকার’ বিয়ের খবরে সরগরম ভারতের মিডিয়া পাড়া। এবারের খবর কতটা সত্যি তা বলে দেবে সময়ই!
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি